শঙ্কর টাওয়ার প্রিমিয়ার লিগ 2023 অনুষ্ঠিত হল দমদমে

Kolkata Sports

কলকাতা : শঙ্কর টাওয়ার অ্যাসোসিয়েশন অফ এপার্টমেন্ট ওনার্সের উদ্যোগে ২ রা এপ্রিল ১ দিনের ডে- নাইট প্রিমিয়ার ক্রিকেট লিগ অনুষ্ঠিত হল দমদমের মিলন সমিতি ক্লাব প্রাঙ্গনে ৷ দমদমে শঙ্কর টাওয়ার আবাসনের সদস্য- সদস্যরা এই খেলায় অংশগ্রহণ করে ৷

ছয়টি দল এই খেলায় অংশ নেয় ৷ ৮ ওভারের এই ম্যাচে প্রত্যেকটি দলে পুরুষ ও মহিলা উভয় প্লেয়ারদের খেলতে দেখা যায় ৷বিজেতা টিমকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয় ৷

খেলা দেখতে ও প্লেয়ারদের উৎসাহিত করতে এলাকাবাসীর সাথে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার উপ পৌরপ্রধান বরুণ নট্ট৷পৌরপিতা সুমিত চ্যাটার্জি ৷ খেলার পরিচালনায় ছিলেন এই লীগের কো-অর্ডিনেটার সৌমেন্দ্র সিংহ৷ তাকে বিশেষভাবে সহযোগিতা করেন ময়ূক চ্যাটার্জী, কাকন কিরন রায়, সায়ন্তন রায়, পবিত্র সিংহ, চন্দন ঘোষ, সহ অন্যান্যরা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *