সি এক্সপ্লোরার ইনস্টিটিউট এর উদ্যোগে ১৫ দিন ধরে চলবে অ্যাডভেঞ্চার স্পোর্টস

Kolkata Sports West Bengal

কলকাতা, মীনাক্ষী শর্মা : এই প্রথমবার কলকাতার সি এক্সপ্লোরার ইনস্টিটিউট এর উদ্যোগে অক্টোবর – নভেম্বর ২o২৩ জুড়ে মোট ১৫ দিন ধরে ৬ টি টিম এ ভাগ করে সারা বাংলার ৪৮ জন কে নিয়ে হতে চলেছে, এক অসাধারণ অ্যাডভেঞ্চার স্পোর্টস।

কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই সংস্থার চিফ অপারেটিং অফিসার প্রাক্তন কর্নেল আনন্দশঙ্কর চট্টোপাধ্যায় জানালেন আমাদের এই সংগঠন চালু হয়েছে ১৯৮৭ সালে। আজ তার বয়স ৪০ বছর।আমরা এই প্রথমবার ২০ থেকে ৩০ বছরের ৪৬ জন পুরুষ ও ২ জন মহিলাদের নিয়ে এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস এর আয়োজন করেছি। ৬ থেকে ৭ ই অক্টোবর গোমুখ থেকে গঙ্গোত্রী ২২ কিলো মিটার হবে ট্রেকিং।


৯ থেকে ১০ অক্টোবর দেবপ্রয়াগ থেকে ঋষিকেশ ৭২ কিলোমিটার হবে রেফটিং। ২২ থেকে ২৩ এ নভেম্বর ফারাক্কা থেকে বেরহামপুর ১২০ কিলো মিটার হবে কায়াকিং এবং আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর


বহরমপুর থেকে কলকাতা ৩২৫ কিলোমিটার এই ৫ দিন ধরে অনুষ্ঠিত হবে রোয়িং এবং সাইলিং। এতে পুরস্কার মূল্য থাকছে যে প্রথম হবে সে পাবে ৫ লক্ষ্য টাকা, দ্বিতীয় হবে যে সে পাবে ৩ লক্ষ্য টাকা এবং যে তৃতীয় হবে সে পাবে ২ লক্ষ্য টাকা

সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন। এই সংস্থার সম্পাদক নিলেন্দ্র সরকার, কোষাধক্ষ্য সমীর কুমার ঘোষ ও প্রেসিডেন্ট দীপঙ্কর ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *