দ্বাদশ বঙ্গ গৌরব অনন্য সম্মান 2022-2023

Kolkata

কলকাতা: ৭ই এপ্রিল রিপোটার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত ‘দ্বাদশ বঙ্গ গৌরব অনন্য সম্মান 2022-2023’ অনুষ্ঠানে ১৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আগত তাদের সম্মান প্রদান করা হল।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এই সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ৷ সমাজের বিভিন্ন দিক তা অভিনয় জগৎ হোক বা দেশের সৈনিক অথবা পশুপ্রেমী সেই সব ক্ষেত্রে থেকে আসা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হল, বিশিষ্ট অতিথি রুপে উপস্থিত সংস্থার সভাপতি মনোতোষ বেড়া , তালবাদ্য শিল্পী মাল্লার ঘোষ, বিশ্বরূপ সিনহা ও অন্যান্যদের হাত দিয়ে মোমেন্টো প্রদানে ৷

উক্ত অনুষ্ঠান থেকে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে অভিনেত্রী পল্লবী দাস, গায়িকা জেনিভা রায়, ব্যবসয়ী সুমন সরকার, মহঃ জানে আলম, BSf জাওয়ান শ্যামল প্রামানিক, ডঃ অশোক কুমার সিংহ, শুভজিৎ পাল, পশুপ্রেমী প্রিয়াঙ্কা পাল, জেনিভা রায়, স্বরূপ রায়, সঞ্জয় মজুমদার, সঙ্গীতা কুমারী, শুভ্রা নায়েক সহ অন্যান্যরা ৷

সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন করতে বিশেষ ভাবে সহযোগতা করেন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ৷ এছাড়াও ঐ দিন আসন্ন ছবি ‘মুখ মুখশ ‘ এর টিজার ও পোস্টার লঞ্চ হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *