কোলকাতা : গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট থেকে বঙ্গজীবনকে রক্ষা করতে আজ কোলকাতার ‘কেশবচন্দ্র সেন স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি‘ এক সান্ধ্যকালীন রক্তদান এবং স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল।
আয়োজকবর্গকে ধারাবাহিক সমাজসেবা ও রক্তদাতাদের নিয়ম মেনে নিয়মিতভাবে রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তদান, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা উপ মুখ্য সচেতক তাপস রায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বকসি, হিন্দু সৎকার সমিতি-র অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, প্রবন্ধ রায়, প্রিয়াঙ্কু পাণ্ডে ও কমলেশ সাউ সহ আরো অনেকে।
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “৮০ জন ব্যক্তির দেহ থেকে রক্ত নেওয়ার মাত্রা রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি এই শিবিরে যে সকল ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষা করাতে আসবেন তাঁদের নিখরচায় পরিষেবা দেওয়া হবে।”
শনিবার সন্ধ্যায় বিধানসভার ডেপুটি চিফ হুইপ তাপস রায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদ সমিতির সদস্য সঞ্জয় রায়, প্রবন্ধ রায়, টুকু পাল, প্রিয়াঙ্কু পাণ্ডে, বিশ্বনাথ চৌধুরী, কমলেশ সাউ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে হয়ে গেল কেশবচন্দ্র সেন স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ‘ভলান্টিয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাণ্ড হেল্থ অ্যাণ্ড আই চেক আপ ক্যাম্প‘।