স্বপ্নপূরণের লক্ষে ওয়েলফেয়ার সোসাইটি সুন্দরবন NGO

West Bengal

কলকাতা, মীনাক্ষী শর্মা: তারা সুন্দরবনে পিছিয়ে পড়া ছোটদের জন্যে বিভিন্ন কাজ করেন। বিশেষ করে তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া থেকে বিভিন্ন খেলা, বই খাতা পেন পেন্সিল থেকে জামা কাপড়, খাবার থেকে চিকিৎসা সব দিয়ে সাহায্য করে।

আজ এই সংস্থার স্বপ্নপূরণ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তাদের আগামী পরিকল্পনা র কথা জানায়। একটি স্কুল তারা সুন্দর বনে বানাচ্ছে। এই বিষয়ে তাদের সাথে হাতে হাত মিলিয়েছে SVP INDIA

বন্ড অফ লাভ অ্যান্ড এডুকেশন“। আজ কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী, এস ভি পি ইন্ডিয়া র কর্ণধার সুনীল ভান্ডারী,টেকনো ইন্ডিয়ার অধ্যাপক শান্তনু রায়, সমাজসেবী ইসিতা ঝুনঝুন ওয়ালা, শতরূপা মজুমদার ।

অধ্যাপক শান্তনু রায় জানালেন এই স্বপ্নপূরণের যত ছেলে মেয়ে আছে তাদের লেখাপড়ার সব দায়িত্ব তারা বহন করবে অর্থাৎ টেকনো ইন্ডিয়া র অধীনে তারা আগামীদিনে উচ্চতর শিক্ষার সুযোগ পাবে সম্পূর্ন বিনামূল্যে।

শিক্ষার মান বা মেরিট এর ভিত্তিতে। ছোটরা প্রেস ক্লাবে নাচ গানে অংশ নেয়।সব মিলিয়ে চাইল্ড এডুকেশন এর দিক থেকে স্বপ্নপূরণ  হল এই কথাটাই বলা যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *