কোলকাতা : Lugar da Jóia একটি হিরের গয়না প্রস্তুতকারক কোম্পানি যেটি লিসবোয়া, পর্তুগাল দেশে অবস্থিত। এই কোম্পানি বা সংস্থা ইউরোপের বিভিন্ন দেশে গয়নার অলংকার বিক্রি করে।
সেই কোম্পানির সাথে গাঁটছড়া বাঁধলো ভারতীয় ফ্যাশন রিলেটেড এক কোম্পানি ড্রিমজ মার্চেন্ট। এই প্রথম ভারতীয় মডেল দের দিয়ে ফটোশুট বিদেশের গয়নার জগতে স্থান পেল। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ১৯জন মডেল দের নিয়ে বিভিন্ন জুয়েলারি ডিজাইন ক্যাটলগের আকারে প্রকাশিত হলো।
এই ক্যাটলগে তৈরি জুয়েলারি পূর্তুগালের কোম্পানি Lugar da Jóia গ্রহণ করেছে বলে জানান সংস্থার কর্ণধার সুব্রতা সরকার। আজকের সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস ইন্ডিয়া ২০২৩ এর ঐন্দ্রিলা দে সরকার, ডাক্তার শান্তরূপ দে, রশিদ নিজাম, সুব্রত ঘোষ দোস্তিদার।
এদিন শ্রেষ্ঠ মেকআপ আর্টিষ্ট শিল্পী সেনের হাতে তুলে দেওয়া হয় সম্মান।শ্রেষ্ঠ ফিমেল মডেল হিসাবে সম্মানিত করা হয় শ্রেয়সী ও আসমিনাকে এমন শুভজিৎ কে শ্রেষ্ঠ মেল মডেল হিসাবে সম্মানিত করা হয়।