ইস্টার্ণ ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন এবং কল্যানী আই কেয়ারের ওয়ার্ল্ড অপ্টোমেট্রি ডে উজ্জাপন

Healthcare West Bengal

কলকাতা: নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুরে, ইস্টার্ণ ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন এবং স্থানীয় চক্ষু হসপিটাল কল্যানী আই কেয়ারের মিলিত প্রচেষ্টায় ও উদ্যোগে উজ্জ্বাপিত হল ওয়ার্ল্ড অপ্টোমেট্রি ডে। ওয়ার্ল্ড অপ্টোমেট্রি ডে হল এমনই একটি দিন যা অপামর অপ্টোমেট্রিষ্টদের কাছে প্রতি বছর এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এবং বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে এই পেশার প্রচার ও প্রসার নিয়ে এক জাগরন তৈরির লক্ষ্যমাত্রাকে নির্দিষ্ট করে।

এদিন এখানে উপস্থিত ছিলেন কল্যাণী আই কেয়ারের চিফ মেডিক্যাল অফিসার ডঃ জয়ন্ত ভট্টাচার্য্য, ডঃ পরাগ মুখার্জ্জী, ইস্টার্ণ ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশনের সম্পাদিকা অপ্টম মধুমিতা দেব, সহ সম্পাদক অপ্টম দেবাশীষ সাহাঅপ্টম দেবযানী চক্রবর্তী, ট্রেজারার অপ্টোম বিশ্বম্ভর নাথ, অ্যাকাউন্টটেন্ট ডঃ অরিন্দম রায় সহ আরো অনেকে।

কল্যাণী আই কেয়ারের কর্ণধার তথা অপথ্যালমলজিষ্ট ডঃ জয়ন্ত ভট্টাচার্য্য এদিন এই অনুষ্ঠান অংশ গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে অভ্যর্থনা জানান এবং তিনি ব্যাখ্যা করেন তাঁর প্র্যাকটিস জীবনে অপ্টোমেট্রিস্টদের ভূমিকা ও সহযোগীতা। উনি আরও জানান, যে একজন অপ্টোমেট্রিস্টের, অবশ্যই রুগী দেখে প্রেসক্রিপসন করতে ও প্রয়োজনে ওষুধ লিখতেও তাদের কোনো বাধা নেই।

এদিন প্রদীপ প্রজ্জ্বলন সহ মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডঃ পরাগ মুখার্জ্জী। গত পাঁচ দশক ধরে, চক্ষুচিকিৎসা ও অস্ত্রপচার করে চলেছেন। দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও চক্ষু চিকিৎসায় ঘটে চলা ক্রম বিবর্তন ও উন্নতি ছবিসহ বক্তব্য ছিল এদিনের অন্যতম আকর্ষণ।

কলকাতার চক্ষু হাসপাতাল ত্রিনেত্রালয়ের প্রধান তথা অল ইন্ডিয়া অপথ্যালমোলজি সোসাইটির প্রেসিডেন্ট ডাঃ পার্থ বিশ্বাস ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা পাঠান এবং ওনার প্রতিনিধিস্বরূপ অপ্টোম প্রজ্জ্বল ঘোষ অনুষ্ঠানে যোগদান করেন এবং ল্যাসিক ও ওসিটি সম্পর্কে আলোচনা করেন।

এদিন কলকাতা থেকে উপস্থিত ছিলেন ডঃ শুভেন্দু বিকাশ দত্ত। তিনি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে প্র্যাকটিসের ম্যানেজমেন্ট স্কিল বিষয়টিকে তুলে ধরেন।এছাড়া এদিন হলদিয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট সাইন্স-এর এইচ.ও.ডি অপ্টম গৌতম প্রধান উপস্থিত থেকে, তার সংক্ষিপ্ত ভাষনে জানান, জেলার অপ্টোমেট্রি আন্দোলনকে কিভাবে উনি সহযোগিতার করেছেন।

ইস্টার্ণ ইন্ডিয়া অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন-এর সম্পাদিকা অপ্টোম মধুমিতা দেব জানান যে, চক্ষু চিকিৎসার বাইরে কিভাবে এই সংস্থা প্রতিনিয়ত দরিদ্র ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের সাধ্য মত সাহায্য করছে এবং ভবিষ্যতেও করবে। চক্ষুশিবির, স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের পাশাপাশি,পথশিশুদের,খাদ্য ও বস্ত্র দান,কুষ্ঠরোগীদের খাদ্য ও ফলাদি বিতরন, প্রান্তিক নারীদের বস্ত্র বিতরণ করে সন্মান জানানো এই সংস্থা থেকে করা হয়েছে।এদিন সংস্থার পক্ষ থেকে তিনজন দুস্থ মানুষের ছানি অপারেশনের জন্য একটি চেক তুলে দেওয়া হয় কল্যাণী আই কেয়ারের কর্ণধার ডাঃ জয়ন্ত ভট্টাচার্য্যের হাতে।

এদিন সংস্থার অ্যাকাউন্ট অফিসার ডাঃ অরিন্দম রায় জানায়, যে বর্তমানে তাদের সংস্থাটি এন.জি.ও দর্পনে রেজিস্ট্রিকৃত, ফলে ইনকাম ট্যাক্সের 80জি ধারায় প্রত্যেক আর্থিক অনুদানকারীরা উপকৃত হবেন তাই যে কোন সহৃদয় ব্যক্তি আর্থিক অনুদান দিয়ে সাহায্য করলে এই সংস্থা আরো সুচারুভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারবে।

এদিন ওয়ার্ল্ড অপ্টোমেট্রি ডে-এর অনুষ্ঠান ক্যুইজ পর্ব দিয়ে শেষ হয়। সঙ্গে ছিল আকর্ষণীয় উপহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *