কলকাতা : ২ রা আগস্ট কলকাতার মহাজাতি সদনে ওয়াইজার্ড এন্টারটেনমেন্টের কর্ণধার সঙ্গীতশিল্পী প্রবীর দাসের তত্ত্বাবধানে ও উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপিত হল ৷ সন্ধ্যায় কিংবদন্তী প্রয়াত সঙ্গীত শিল্পী কিশোর কুমার কে তাঁরই গানে বিশিষ্ট নামী দামী শিল্পীরা সুরে শ্রদ্ধার্ঘ্য জানায় ৷
শ্রদ্ধায় স্মরনে চির কিশোর এই মেলোডী সন্ধ্যায় সঙ্গীত শিল্পী কিশোর কুমার কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে বিশিষ্ট্য সঙ্গীত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী উষা উত্থপ , রাজ্যের মন্ত্রী ও শিল্পী বাবুল সুপ্রিয় , জোজো , মনোময় ভট্টাচার্য্য, লোপা মুদ্রা মিত্র , রূপঙ্কর বাগচী , শম্পা কুণ্ডু , প্রবীর দাস , গৌতম ঘোষ , অমিত গাঙ্গুলী সহ অন্যান্য রা ৷
অনুষ্ঠানে মঞ্চে শিল্পীরা কিশোর কুমারের
কালজয়ী বাংলা ও হিন্দী গানে প্রেক্ষাগৃহ ভর্তি শ্রোতা দের মুগ্ধ করেন ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূরদর্শন শিল্পী দেবাশিষ বসু ৷