কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারা মায়ের পূজার আয়োজন করেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সমাজকর্মী

Kolkata

কোলকাতা : ২৭ নম্বর ওয়ার্ডের কৈলাশ বোস স্ট্রিটের কাউন্সিলর মীনাক্ষী গুপ্তা এবং বিশিষ্ঠ সমাজসেবী গৌতম গুপ্তার তত্ত্বাবধানে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে এই দিন সকাল থেকেই তারা মায়ের এক বিশেষ পূজার আয়োজন করা হয়েছে।  এই দিন সকালে তারা পিঠের আদলে তৈরি করা মায়ের মন্দিরে পূজা অর্চনা শুরু হয়।

এই পূজা স্থানে উপস্থিত ছিলেন মীনাক্ষী গুপ্তা, গৌতম গুপ্তা, ২৭ নাম্বার ওয়ার্ডের প্রেসিডেন্ট রাজকিশোর গুপ্তা সহ বিশিষ্ঠ জনেরা। এই মন্দিরে পুজো দেখতে ভিড় করেন রাস্তার পথচলতি বেশ কিছু মানুষ। শুধু পুজো দেখা না, যারা তারাপীঠ যেতে পারেননি, তাদের মধ্যে অনেকজন মায়ের কাছে পুজো দেওয়ার ভিড় জমান। 

কৌশিকী অমাবস্যার গুরুত্ব কম বেশি মানুষ সবাই জানেন। এই দিনে মায়ের কাছে মন থেকে পূজা অর্পণ করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। বিশিষ্ঠ সমাজসেবী গৌতম গুপ্তা জানান, আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন। তারাপীঠ অনেকেই নানান অসুবিধার জন্য যেতে পারেন না, তাই আজকে ২৭ নাম্বার  ওয়ার্ডের কৈলাশ বোস স্ট্রিটের এই পুজোর আয়োজন।

সকালে পুজো পাঠের পর সন্ধ্যায় প্রসাদ বিতরন করা হবে সর্বসাধারণ দের মধ্যে। এছাড়াও তিনি মনে করেন কৌশিকী অমাবস্যা এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন, এই দিনে সহজেই মা তারার আশীর্বাদ লাভ করা যায়। এই পুজো উপলক্ষ্যে সন্ধ্যাতে প্রসাদ বিতরনী অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

প্রায় ২০০০ দর্শনার্থীদের এইদিন সন্ধ্যায় ভোগ প্রদান করা হয়। এইদিন তারা মা – র ভোগ হিসাবে বাসন্তী পোলাও, মাছ ভাজা, মাছের ঝোল, আলু ভাজা, পায়েস, মিষ্টি সহ একাধিক পদ দিয়ে দর্শনার্থীদের প্রসাদ বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *