প্রেসক্লাবে অনুষ্ঠিত হল বঙ্গ কৃতি সম্মান

Kolkata

কলকাতা : ৬ই জানুযারী রিপোটারস এন্ড ফটোগ্রাফার অ্যাসো সিয়েশন ও শিব শক্তি বি. ডি. আর প্রোডাকশন এর যৌথ উদ্যোগে কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হল দশম বর্ষ বঙ্গ কৃতি সম্মান৷

রিপোটার্স এন্ড ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সংস্থার সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধনের পরিচালনায় অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের স্বর্ণ পদকে বঙ্গ কৃতি সম্মানে ভূষিত করা হয় ৷

অনুষ্ঠানে স্বর্ণ পদক প্রাপকেরা হলেন সূর্য চ্যাটার্জী , পিঙ্কি ঘোষ , আদ্যাওয়াতা চক্রবর্তী , দেবব্রত ব্যানার্জী , স্বামী পরমানন্দ মহারাজ , স্বামী সুপর্নানন্দ মহারাজ , হাকি মূল ইসলাম , অভিজিৎ বন্দোপাধ্যায় , কৃষ্ণ কলি বন্দোপাধ্যায় , ডঃ বিশপ পিটার , আলোক মুখার্জী সুব্রত মন্ডল , শঙ্কর মন্ডল , শিব শঙ্কর ভটাচার্য্য সহ অন্যন্যরা ৷

এছাড়াও ট্রফি প্রাপকেরা হলেন মোহর ভট্রাচার্য্য , শ্রীলেখা চ্যাটার্জী , তুষার পাটোয়ার শুভশ্রী চন্দ্র নন্দী | এদিন শিব শক্তি বি. ডি আর প্রোডাকশন নিবেদিত স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে বিকেকানন্দের ওপর দশটি গানের ভিডিও সিডি ও রামকৃষ্ণ দেবের ওপর চারটে গানের সিডি প্রকাশিত হল ৷

সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন হতে সহযোগীতা করে রিপোটার্স এন্ড ফটোগ্রাফার আ্যাসো সিয়েশনের সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও চেয়ারম্যান দেবকুমার দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *