গঙ্গাসাগর: শুক্রবার দুপুর তিনটে নাগাদ পূণ্যার্থী নিয়ে লট নম্বর আট থেকে কচুবেড়িয়ার দিকে গঙ্গাসাগর যাওয়ার পথে একটি ভেসেল আটকে যায়। ওই ভেসেলে প্রায় ৪০০ জন পুণ্যার্থী ছিল বলে, প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আর একটি ভেসেল ফাঁকা ছিল।
তবে ভেসেলটি আটকে যাওয়ার পর, প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা, পুণ্যার্থীদের জন্য পানীয় জল নিয়ে যান। পরে পুণ্যার্থীদের চাহিদা মত শুকনো খাবার পাঠানো হয়। যদিও নদীতে জোয়ার এলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়।
উল্লেখ্য, গত সোমবার গঙ্গাসাগর মেলার সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। বৃহস্পতিবার সকাল থেকেই ভিন রাজ্যের পুণ্যার্থীদের মেলায় ভিড় করতে শুরু করেন। শুক্রবার এই ভিড় আরও বাড়বে বলে প্রশাসনের অনুমান ।
এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান” খবর পাওয়া সঙ্গে সঙ্গে প্রশাসন কে ব্যাবস্থা গ্রহনের কথা বলেছি এবং দ্রুতার সাথে আটকে থাকা পূনার্থীদের কাজে জল ও শুকনো খাবার পাঠানো হয়েছে।খুর তাড়াতাড়ি উদ্ধার করে নেওয়া হবে পূনার্থীদের। সব মিলিয়ে মুড়িগঙ্গা নদীতে ভেসেল আটকানো নিয়ে বেশ চিন্তায় জেলা প্রশাসন।