কলকাতা : ১২ ইফেব্রুয়ারি অখিল ভারত হিন্দু মহাসভা আয়োজিত এক সাংবাদিক বৈঠক চলাকালীন কিছু ব্যক্তি বৈঠকে আসেন ও বচসা শুরু করেন |
আগত ব্যক্তিরা নিজেদের পরিচয় বলেন একজন অখিল ভারত হিন্দু মহাসভার ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার পশ্চিমবঙ্গের কৈলাস শর্মা , অপরজন স্টেট সেক্রেটারি দিব্যেন্দু ব্যানার্জি |
তারা বলেন অখিল ভারত হিন্দু মহাসভার ব্যানারে যিনি বৈঠক করছেন চন্দ্রচূড় গোস্বামী নামক ব্যক্তি তাকে আগেই পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে | তবুও তিনি পার্টির ব্যানারে এমন কাজ করছেন |
তাই তারা প্রতিবাদ জানাচ্ছেন ও এই বিষয়ে এফ আই আর ও করেছেন | অন্যদিকে পার্টির একটি পদে নিজেকে পরিচয় দেওয়া চন্দ্রচূড় গোস্বামী এই অভিযোগ অস্বীকার করে |