কালি পুজোয় প্রকাশিত হল নতুন মিউজিক ভিডিও

Entertainment West Bengal

Kolkata : উমা বিদায়ের আবেগের মাঝেই অশুভ শক্তির বিনাশে মা কালির আবাহনে রাজ্য সহ গোটা দেশবাসী। কিন্তু মানবমনে এই দুর্গা বা কালির ভাবাবেগ ঠিক কতটা আর তাকেই জাগ্রত করতে অর্পিতা রায় ও পরিচালক শুভ্রজিৎ দাসের পরিচালনায় সমস্ত অডিও প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পুজোর নতুন গান “জাগো দুগ্গা মা”।

কিশুর মিউজিক কম্পোজিশনে ও সৌহার্দ্যর কন্ঠে কালি পুজোর আগে মুক্তি পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই গান।মিউজিক ভিডিওতে আছে অর্পিতা রায়, প্রিয়া চন্দ, দিবেন্দু দাস দের মতো তরুণ প্রজন্মের শিল্পীদের।

নারী ক্ষমতায়নের পাশাপাশি সাম্প্রতিক আরজিকরের ঘটনাও গান হয়ে ধরা দিয়েছে এই অডিও প্রোজেক্টটিতে। কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে এই গানের ভিডিওর দিকটি যার দায়িত্বে আরিয়ান শুভ্র ও অর্পন ঘোষ।প্রোজেক্টির পোস্টার ডিজাইনিং এ সন্দীপন চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *