বীরভূম জেলায় পা রাখলেন নতুন IPS আমনদীপ

Forces West Bengal

বীরভূম, রাজু মাল: গত শুক্রবার দায়িত্ব পেয়েছেন বীরভূম জেলার এসপির পদে ২০১৪ সালের আইপিএস অফিসার আমন্ দীপ এবং সোমবার দুপুরের দিকে বীরভূম জেলায় সুপার পদে যোগদান করলেন তিনি । প্রসঙ্গত বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় ব্যাপক হারে বালি পাচা র নিয়ে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে এবং সে বিষয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নের সভা গৃহ থেকে 2 রা জানুয়ারি অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং সেখান থেকেই তিনি হুংকারের সুরে জানিয়েছিলেন সাত দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক করার ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের একদিন পরেই অর্থাৎ ৩ জানুয়ারি বীরভূমে এসেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ও ডিজিপি রাজিব কুমার সহ একাধিক প্রশাসনের শীর্ষ কর্তারা। তারই পরে হঠাৎ করে পুলিশ সুপার বদলের নোটিফিকেশন জারি করেছিল রাজ্য পুলিশের ডিআইজি তরফ থেকে। ২০১৩ ব্যাচের আইপিএস অফিসার রাজনারায়ণ মুখোপাধ্যায় যিনি বীরভূম জেলার পুলিশ সুপারের দায়িত্বভার পালন করছেন এবং তাকে হঠাৎ করে রাজ্য পুলিশের ট্রাফিক সুপারের পদে বদলি করা হয়।

এবং তার জায়গায় আনা হয় ২০১৪ ব্যাচের আইপিএস অফিসার আমন দ্বীপকে এবং বীরভূম জেলার পুলিশ সুপারের পরিবর্তনের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপারের দায়িত্বভার দেওয়া দায়িত্বভার দেওয়া হয় ২০১৪ ব্যাচের আইপিএস অফিসার সায়ক দাস কে । উল্লেখ্য নতুন বছরে নতুন একজন আইপিএস কে উপহার পেলো বীরভূম বাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *