কোলকাতা : ভূ প্রকৃতি ও পরিবেশকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার তাগিদে ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে এই যুগের বিশিষ্ট গীতিকার, সুরকার, কণ্ঠসঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক নচিকেতা চক্রবর্তী, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও অপর অভিনেত্রী মৌবনী সরকার, শুভাঙ্গী ধর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিধাননগরের রাজকুটীর-এ হয়ে গেল ‘ইণ্ডী রয়েল’-এর পরিচালনায় এবং ‘ট্রানিসটিকস ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড’ ও ‘লিটল হাব’ সহ একাধিক সংস্থার সহযোগিতায় ‘মিস মিসেস ইণ্ডিয়া ২০২৩’।
আয়োজক সংস্থা ইণ্ডী রয়েল-এর পক্ষ থেকে রোলি ত্রিপাঠী জানিয়েছেন, “ষষ্ঠতম মিস মিসেস ২০২৩ নাম থেকেই বোঝা যাচ্ছে এই প্রতিযোগিতা মূলতঃ বিবাহিত ও অবিবাহিত নারীদের খেতাবী প্রতিযোগিতা।”
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই প্রতিযোগিতার অন্যতম বিচারক নিতু সাহা জানিয়েছেন, ” ভারতীয় সংস্কৃতিকে না ভোলার কথা স্মরণ করাতে মোট ৫২ জন প্রতিযোগিনী ‘মিস’, ‘মিসেস’ এবং ‘ক্লাসিক’ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন। ভার্চুয়াল ভাবে ৬ বার ও সামনাসামনি ৩ বার প্রশিক্ষণ দেওয়ার পর আজ মূল পর্বে ৪০ জন প্রতিযোগিনী অংশ নিয়েছেন। তিনটে বিভাগ থেকে তিনজনকে পুরস্কৃত করা হয়েছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, মঞ্চে প্রতিযোগিনী ও আয়োজকবৃন্দের যৌথ অনুরোধে দু কলি গানও নিজের গলায় গেয়ে শোনান নচিকেতা চক্রবর্তী।