দিল্লি: ঘূর্ণিঝড় মিগজাউমের ধাক্কা সামলে উঠতে না উঠতেই, শুক্রবার সকালে ভারতে চার জায়গায় পর পর ভূমিকম্প অনুভূত হল। সকাল ৬ টা ৫২ মিনিটে কর্নাটকের বিজয়পুরাতে প্রথম ভূমিকম্প অনুভূত হয়।যদিও, ভূমিকম্পের শক্তি ততটা জোরাল ছিল না। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.১।
এরপর সকাল ৭টা ৩৯ মিনিটে তামিলনাড়ুতে চেন্নাইয়ের কাছে চেঙ্গলপাট্টু জেলা কেঁপে উঠল ভূমিকম্পে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.২। কর্নাটকে এবং তামিলনাড়ুর ভূমিকম্পের উৎস ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
তামিলনাড়ুর কিছুক্ষণ পরেই সকাল ৮ টা ৪৬ মিনিটে মেঘালয়ার শিলং থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৮। উৎস ছিল মাটির ১৪ কিলোমিটার গভীরে। এর পরেই সকাল ৯ টায় গুজরাটে রাজকোটে ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৯ । উৎস ছিল মাটির ২০ কিলোমিটার গভীরে।