মুক্তি পেল বাংলা মিউজিক ভিডিও অ্যালবাম বেমানান-এর পোস্টার

Entertainment Kolkata West Bengal

কোলকাতা : আগামী ২৩ মার্চ জি মিউজিক কোম্পানী থেকে মুক্তি পাচ্ছে গীতিকার সুমিত দত্ত-র কথায় ও দেবাশিস সরকারের সুরে সৌগত সেনগুপ্ত- কণ্ঠে ‘বেমানান’ নামাঙ্কিত নতুন বাংলা মিউজিক ভিডিও অ্যালবাম। মঙ্গলবার কোলকাতা প্রেস ক্লাবে সঙ্গীত পরিচালক সুমন চ্যাটার্জি সহ একঝাঁক বক্তিবর্গের উপস্থিতিতে  উন্মোচিত হল ‘বেমানান‘-এর পোস্টার।

“একই শ্রেণীতে পড়া অসম বয়সী দুই ছেলেমেয়ের মানসিক প্রেমের কাহিনী অবলম্বনে এই গানের সূত্রপাত” বলে জানিয়েছেন এই মিউজিক ভিডিও অ্যালবামের গীতিকার। বাংলা সঙ্গীত জগতে উদিয়মান ছেলেমেয়েরা এই মুহুর্তে বেশ জমিয়ে কাজ করছেন। 

পোস্টার উন্মোচনের পর এই মিউজিক ভিডিও অ্যালবামের গীতিকার ও সুরকার জানিয়েছেন, “আগামী দিনে এই ধরণের আরো বেশ কিছু কাজ দেখতে পাবেন বাংলার জনগণ।” পোস্টার উন্মোচনের মুহূর্তকালে আসন্ন মুক্তি প্রাপ্ত গানের দুই কলি নিজের কণ্ঠে গেয়ে শোনান গায়ক সৌগত সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *